বহমান
দস্যি মেয়ের মতন বয়ে গেল ডাকপোস্টে স্নিগ্ধতা,
ধুলো জমে গেল করিডোরে, হিসাবের খাতায়।
চৈত্রের বিনুনি খুলে মাথায় উঠবে রঙিন খোঁপা,
নতুন সুঁতোয় রাশি রাশি ফুল আর নিম ছোঁয়া।
দিনপঞ্জির চারপাশে জুড়ে থাকবে আকাশ,
এভাবে গতানুগতিক ধারায় আমরা ভুলে যায়!
গত হয়ে যাওয়া বটগাছ, সাধের হাতপাখা,
পুরোনো থার্মোমিটারের পুরোনো সব জ্বর!
নতুন পর্দায় ঝুলিয়ে দিই সংস্কৃতির পোস্টার,
হয়ে উঠি মৃত্তিকার দরজা, জানালায়।
বাতাস খুলে মেখে নিই প্রাপ্তি-অপ্রাপ্তির সুভাস,
দামি আসবাবে, ফ্যাশনে, মননে।
আজ যে সুঁতো ছিড়ে ফেলছি,
সিলিং ফ্যানের ঘূর্ণনের সাথে,
অথচ একদিন তাকে আকড়ে ধরেছিলাম,
বেঁধেছিলাম বহমান প্রতিটি স্পর্শে